আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ব্রোভারিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
আরও পড়ুন: আবারও বাড়ল গ্যাসের দাম
বুধবার (১৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিলো।ব্রোভারি শহরতলিতে বিধ্বস্ত হওয়ার পর তার প্রথম উপ-মন্ত্রী ও সচিবও মারা গেছেন বলে জানিয়েছে কর্মকর্তারা
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছে, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’
আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে
‘দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।’ তবে এ সংখ্যাটি কত সেটি জানাননি তিনি।
আরও পড়ুন: প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ
ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, একটি স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ওই ভবনে আগুন লেগে যায়।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।
সান নিউজ/জেএইচ