ইন্টারন্যাশনাল ডেস্ক:
তাইওয়ানের সাথে সামরিক মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় চীনের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা কর্নেল রেন গুয়োকোয়াং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা আশা করি, যুক্তরাষ্ট্র তার ভুল শুধরে নেবে এবং একই ভুল বারবার করবে না।’ যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ 'দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
১ আগস্ট বেইজিংয়ে প্রেস কনফারেন্সে রেন গুয়োকোয়াং আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যা এ অঞ্চলে অস্থিরতা তৈরি করবে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল এবং খুবই বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত চীন অবশ্যই একত্রিত হবে (তাইওয়ানের সাথে), এবং চীনা জাতির মহান জাতীয় পুনরুজ্জীবন অবশ্যই অর্জিত হবে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ খুব ভুল বার্তা পাঠাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ একক চীনের নীতিকে লঙ্ঘন করেছে।
কর্নেল রেন গুয়োকোয়াং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে 'দাম্ভিক' বলেও আখ্যা দেন।
সান নিউজ/ আরএইচ/ এআর