আন্তর্জাতিক ডেস্ক : চীনের জনসংখ্যা গত বছর ১৯৬১ সালের পর থেকে প্রথমবারের মতো কমেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশটির লোকসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে নিহত ৬
অপরদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ছিল ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার , কিন্তু কয়েক বছর আগে সংখ্যাটি ছিল ১৪১ কোটি ২৬ লাখ ।
জন্মহার ছিল ২০২১ সালে প্রতি হাজারে ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
আরও পড়ুন : বুরকিনা ফাসোতে ৫০ নারী অপহৃত
চীন গত বছর ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর হারও রেকর্ড করেছে, ২০২২ সালে দেশটি প্রতি হাজারে ৭ দশমিক ৩৭ মৃত্যু তালিকাবদ্ধ করেছে; যেখানে ২০২১ সালে মৃত্যুর হার ছিল ৭ দশমিক ১৮।
প্রসঙ্গত, ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত বলবৎ থাকা চীনের এক সন্তান নীতির কারণে জনসংখ্যা কমতে শুরু করেছে, এছাড়া চীনে পড়াশোনার আকাশচুম্বী খরচ। তাই অনেক চীনা পরিবারকে এক সন্তানের বেশি না নিতে বাধ্য করেছে, এ কারণে অনেকে কোনো সন্তানই নিচ্ছেন না।
আরও পড়ুন : বিশ্বে বেড়েছে শনাক্ত ও প্রাণহানি
জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, তিন বছর ধরে কঠোর জিরো-কোভিড নীতি বজায় রাখার পর হঠাৎ করে তা তুলে নেওয়ায় চীনের চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে, এটিও জন্মহার হ্রাসে ভূমিকা রাখছে।
সান নিউজ/এসএম/এইচএন