আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ৩৫ জনে দাড়িঁয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
আরও পড়ুন: দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে
বুধবার (৪ জানুয়ারি) আল শাবাব জঙ্গিগোষ্ঠীর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনটিতে বলা হয়, সোমালিয়ার মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাব এ সিরিজ বোমা হামলা চালিয়েছে।
আরও পড়ুন: ৫ শিশুসহ ৮ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে আল শাবাব জানিয়েছে, তারা ‘ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দেশটির হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম জানান, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় নয় সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যরাও তাদের পরিবারের অর্ধেক সদস্য হারিয়েছেন।
আরও পড়ুন: বিকেলে সংসদ অধিবেশন শুরু
মাহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালান বলেন, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। অন্যটি ফেডারেল আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে।
সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এ জঙ্গিগোষ্ঠী।
সান নিউজ/এমআর