সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ার একটি ক্যাম্পসাইটে ভূমিধসে আট জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি,নিয়ন্ত্রণে আছে
দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, মৃতদের মধ্যে একজন শিশু ও একজন নারী আছেন। নিখোঁজদের খুঁজতে গিয়ে তিন উদ্ধারকারী আহত হয়েছেন। আটকে পড়াদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: সবাই বাংলাদেশের প্রশংসা করছে
সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে। প্রায় এক একর এলাকাজুড়ে ছিল এর ব্যাপ্তি।
সান নিউজ/এনকে