সান নিউজ ডেস্ক: সম্প্রতি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এক কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র দাবানলের মতো ছড়িয়ে পড়ে হিজাববিরোধী এই আন্দোলন। ইরান সরকারের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২০০ জন শিক্ষার্থী।
আরও পড়ুন : পেদ্রো কাসিলো ক্ষমতাচ্যুত পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে তিনদিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১২০০ শিক্ষার্থী। বিক্ষোভ রুখতেই খাবারে বিষ মেশানোর চক্রান্ত করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, জলবাহিত ব্যাক্টিরিয়ার কারণে খাবারে এই বিষক্রিয়া। কয়েক দিন আগে বিক্ষোভের আরও দুই কেন্দ্র অল-জ়াহরা ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও একইভাবে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ক্যান্টিন থেকে সেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে অভিযোগ, সেই সময়ে অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রগুলো হয় বন্ধ ছিল অথবা ডায়েরিয়ার ওষুধ পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু
এদিকে, শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়া ঘটানোর অভিযোগ তুললেও এর স্বপক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদৌ এই অভিযোগের কোনও সত্যতা আছে কি না তা হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।
সান নিউজ/এসআই