সান নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার(৩ ডিসেম্বর) রাত থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরাইলের বিমানবাহিনী।
আরও পড়ুন : ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি
ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গত শনিবার গাজায় হামাসের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবেই ইসরাইল বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বেজে উঠে। এ সময় স্থানীয় বাসিন্দাদের শতর্ক করে ইসরাইল। এর পরই ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরাইল।
আরও পড়ুন : চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ইসরাইলের দাবি, তাদের সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে হামাসের একটি অস্ত্র কারখানা ধ্বংস করেছে। এছাড়া একটি টানেলও ধ্বংস করার দাবি করেছে ইসরাইল।
সর্বশেষে, বার্তা সংস্থা স্থানীয় বাসিন্দা মুহাম্মাদ আবু জারাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
সান নিউজ/এফই