নিজস্ব প্রতিবেদক:
যক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জার্মানি থেকে প্রায় ১২ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন। জার্মানি থেকে এসব মার্কিন সেনা সরিয়ে নতুন কোনো দেশ বা অঞ্চলে স্থানান্তর করতে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুধবার (২৯ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘জার্মানির ওপর আমরা অনেক অর্থ ব্যয় করেছি। বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে তারা আমাদের সুবিধা নিয়েছে। তারা জিডিপির ২ শতাংশ ন্যাটোকে পরিশোধ করছে না। এ জন্য আমরা সেনা সংখ্যা কমিয়ে আনছি।’
যুক্তরাষ্ট্রের ৩৬ হাজার সেনার বিশাল একটি দল রয়েছে জার্মানিতে। তাদের এক-তৃতীয়াংশ প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে জার্মানি থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিলে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান দুর্বল হবে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ জার্মানির সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।
সান নিউজ/ আরএইচ/ এআর