ইন্টারন্যাশনাল ডেস্ক:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ১ মিলিয়ন রিংগিত দিয়ে জামিন পেয়েছেন। মালায় রিংগিত ১ মিলিয়ন দিয়ে জামিন পেলেন তিনি।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টায় জামিন নিতে হাইকোর্টে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী। হালকা নীল রঙের শার্ট পরে নাজিব রাজ্জাক সাংবাদিকদের এড়িয়ে পেছনের দরজা দিয়ে আদালতে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই তার ছোট ছেলে নওরশমন জামিনদার হিসাবে উপস্থিত হয়ে হাইকোর্টের ফৌজদারি রেজিস্ট্রেশন কাউন্টারে যান।
৩০ মিনিট সেখানে থাকার পরে, সাবেক প্রধানমন্ত্রীর জন্মস্থান পাহাংয়ের পেকানের সংসদ সদস্যকে তার অনুগামীদের সঙ্গে আদালতের মূল ফটক দিয়ে বের হয়ে আসতে দেখা যায়।
মঙ্গলবার (২৮ জুলাই) নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সবকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহামেদ নাজলান মোহামেদ ঘাজালির আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করেন। যদিও সব অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
তার বিরুদ্ধে সাতটি ‘মিলিয়ন ডলার’ দুর্নীতির মামলা রয়েছে। তিনি বিশ্বাসভঙ্গ, মানিলন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত সবগুলো ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
সান নিউজ/ আরএইচ