আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে
মঙ্গলবার (১৫ নভেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেব শেহবাজ শরীফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
এক টুইট পোস্টে মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
আরও পড়ুন: মিজোরামে পাথর ধসে নিহত ৮
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।
এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন পাকস্তানের প্রধানমন্ত্রী। তিনি প্রথমবার ২০২০ সালের জুনে এবং দ্বিতীয়বার ২০২২ সালের জানুয়ারিতে করোনা আক্রান্ত হন।
সান নিউজ/এমআর