আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ ১৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই গিনি ও মালির নাগরিক। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের ১৩ জন গিনি এবং একজন মালির নাগরিক।
স্থানীয় এন্নাহার টিভির বরাত দিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় এন্নাহার টিভি জানিয়েছে, আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।
এদিকে, তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন যাত্রী মারা গেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান বলে উদ্ধারকারী পরিষেবা এবং স্থানীয় মিডিয়া জানিয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন এবং বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে।
সান নিউজ/কেএমএল