ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনার জেরে রোজ কিছু না কিছু নতুন জিনিস দেখার সুযোগ হচ্ছে। যা হয়তো আগে কেউ ভাবতেও পারতেন না, এখন তেমনই কাজকর্ম করে দেখাচ্ছেন লোকজন। আর সামাজিক দূরত্ব কোন উচ্চতায় পৌঁছতে পারে, তা এই যুবককে না দেখলে মনে হয় কেউ কোনও দিন ভাবতেও পারতেন না।
সামাজিক দূরত্ব মেনে এক ব্যক্তি প্রায় ৬০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে একাই পিকনিক করলেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুকে বছর তেত্রিশের যুবক ডাই ব্যারো-র অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ঋজু গাছের একে বারে উপরের ডালে বসে রয়েছেন এক ব্যক্তি। আর তিনি সেখানে বসে বসে কিছু খাচ্ছেন। সম্ভবত তিনি স্যান্ডুইচ খাচ্ছিলেন।
যেন সামাজিক দূরত্ব মেনে একাই গাছের মাথায় উঠে পিকনিক করে নিচ্ছেন। যে উচ্চতায় তিনি উঠে গিয়েছিলেন, সেখান থেকে গাছের ডাল ভেঙে পড়ে গেলে বড় বিপদ হওয়ার বিস্তর সম্ভাবনা ছিল।
ভিডিওটি ইংল্যান্ডের বাথ এলাকার রয়াল ভিক্টোরিয়া পার্কের ছবি। সেখানে ছয় বন্ধু মিলে গিয়েছিলেন এক দুপুরে কিছু সময় কাটানোর জন্য। পার্কের ভিতরেই একটি গাছের উপর এমন দৃশ্য তাদের নজরে আসে। তাঁরা সেটি ক্যামেরাবন্দি করে ফেসবুকে আপলোড করেন।
ভিডিওটি ২৩ জুলাই ফেসবুকে আপলোড হয়েছে। আর এমন একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এখনও পর্যন্ত ভিডিওটিতে চলছে লাইক ও কমেন্ট ঝড়।
Social distancing at its finest!
Posted by Dai Barrow on Wednesday, July 22, 2020