আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্ক টুইটার নামের যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কিনেছেন, সেটা দুনিয়াজুড়ে মিথ্যা ছড়াচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন : নৌবাহিনীতে আরও ২ প্যাট্রোল এয়ারক্রাফট
শুক্রবার (৪ নভেম্বর) তার কর্মীদের অর্ধেককে ছাঁটাই করেছে টুইটার। তবে জানিয়েছে যে মিথ্যা তথ্য প্রচার প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত দলের অপেক্ষাকৃত ছোট অংশকে ছাঁটাই করা হয়েছে।
বিজ্ঞাপনদাতারা কনটেন্ট মডারেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করেন ধনকুবের ইলন মাস্ক।
বাইডেন একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বলেন, 'আর এখন আমাদের সবাইকে যে বিষয়টি উদ্বেগে ফেলেছে তা হলো : ইলন মাস্ক এমন একটি প্রতিষ্ঠান কিনেছেন যা দুনিয়াজুড়ে মিথ্যা ছড়াচ্ছে।...
তিনি আরও বলেন, আমেরিকায় আর কোনো সম্পাদক নেই। কোন জিনিসটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা আমাদের বাচ্চারা কিভাবে শিখবে বলে আমরা আশা করতে পারি?'
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ-পিয়েরি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেন ঘৃণা-বক্তৃতা এবং ভুল তথ্য হ্রাসের প্রয়োজনীয়তার ব্যাপারে সুস্পষ্ট অবস্থানে রয়েছেন।
টুইটারে কথা বলার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। তবে সেইসাথে সামাজিক মাধ্যমকে 'নরকে' নেমে যাওয়া ঠেকানোর কথাও বলেছেন। সূত্র : জিও নিউজ।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই
এদিকে চলতি বছরের ২৮ অক্টোবর ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা গ্রহণের পর এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।
৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটার’ কিনে নেন ইলন মাস্ক। এর পরপরই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন তিনি।
ছাঁটাইকৃতদের মধ্যে প্রকৌশলীও রয়েছেন। এমনকি পুরো মার্কেটিং ও কমিউনিকেশন্স বিভাগকের লোকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে টুইটার’র প্রধান আর্থিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের আরও কয়েক জনকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে বিপর্যয়ে পড়ে?
ধনকুবের মাস্কের দাবি ‘অর্থনীতির মাপকাঠি অর্জন’ করতে তার এই পদক্ষেপ। এখন সারাবিশ্বে টুইটারের কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন তিনি।
এদিকে কোম্পানির অর্ধেক কর্মীকেই চাকরিচ্যুত করা হবে বলেও গুঞ্জন ওঠে। মালিকপক্ষ থেকে বলা হয়েছিল, কোন কর্মীদের চাকরি থাকবে আর কাদের থাকবে না— তা ৪ নভেম্বর (শুক্রবার) সব কর্মীর দাফতরিক ইমেইল অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অপরদিকে এই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মীরা টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো পূর্বনোটিশ না দিয়ে ঢালাওভাবে ছাঁটাইয়ের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম মামলা করেছেন।
আরও পড়ুন : ইলন মাস্কই কিনছেন টুইটার
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য স্যান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আমেরিকান সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
অবশ্য, ইলন মাস্কের বিরুদ্ধে এ ধরণের মামলা নতুন নয়। চলতি বছর জুন মাসেই মাস্কের মালিকানাধীন আরেক কোম্পানি টেসলা কোম্পানির বেশ কয়েকজন কর্মী একই অভিযোগে টেক্সাসের অস্টিন জেলা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
সান নিউজ/এইচএন