আন্তর্জাতিক ডেস্ক: উক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার পর অন্তত ৫ দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে শহরের কেন্দ্রে।
আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন
সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স ও আনাদোলুর।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো জানয়েছেন, হামলায় কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাখ বলেছেন, আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলাগুলো চালানো হয়েছে।
ঠিক এক সপ্তাহ আগে সকালের ব্যস্ত সময়ে কিইভে আঘাত হেনেছিল রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র, ওই সময় দেশটিজুড়ে চালানো হামলায় মোট ১৯ জন নিহত হয়েছিল।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটচকো লিখেছেন, শেভচেনকিভস্কি এলাকায় হামলাগুলো চালানো হয়েছে, গত সপ্তাহেও এখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছে জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বোম্ব শেল্টারগুলোতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
টেলিগ্রামে ইয়েরমাখ বলেছেন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেইনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার।
আরও পড়ুন: গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু
প্রসঙ্গত, ক্রিমিয়া এবং রাশিয়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই গত সপ্তাহে ইউক্রেন জুড়ে পাল্টা হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত প্রথমবারের মতো কিয়েভের কেন্দ্রে সরাসরি হামলা চালালো রুশ বাহিনী। তবে চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেছেন, ইউক্রেনে বড় ধরনের হামলার আর প্রয়োজন নেই।
সান নিউজ/এমআর