সান নিউজ ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়।
আরও পড়ুন: আমরা আমাদের কাজ করেছি
কানয়ানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতোও উপযুক্ত কোনো লোক নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে, ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতিস্বীকার করবে না।
তিনি আরও বলেন, বহু বছর ধরেই ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ ও বিস্ময়কর বাক্যবাণে হতবুদ্ধ হবে না তেহরান।
আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (১৫ অক্টোবর) এক বক্তৃতায় বলেন, তিনি ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত হয়েছেন। পার্স ট্যুডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কানয়ানি আরও বলেন, বাইডেনের মন্তব্য কিংবা ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো কিছুই তেহরানকে বিস্মিত করে না; কারণ হস্তক্ষেপ, আগ্রাসন ও মানুষ হত্যা মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।
আরও পড়ুন: চাঁদাবাজি করছে বিএনপি
ইরানে পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির পেছনে একটি স্বার্থান্বেষী মহল দায়ী বলেও অভিযোগ করেছে ইরান।
তেহরানের দাবি, ইরানের যেসব শত্রু ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
সান নিউজ/এনকে