প্রতীকী ছবি
আন্তর্জাতিক
বিদ্যুৎ বাণিজ্যে ভারতের

সহযোগিতা চায় বাংলাদেশ-নেপাল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ভারতকে অবহিত করেছে নেপাল।

আরও পড়ুন: চীনের বেইজিংয়ে সিসিপি’র সম্মেলন শুরু

নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার (১৬ অক্টোবর) নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

এ জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিষয়ে সামনে এগিয়ে যেতে নয়াদিল্লিকে অনুরোধ করেছে কাঠমান্ডু।

আগস্টের শুরুতে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে নেপাল ইলেকট্রিক অথোরিটি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডকে (এনভিভিএন) অনুরোধ করতে রাজি হয়। এর মাধ্যমে বাংলাদেশে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে নেপাল।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত যুগ্ম-সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকের পর দেওয়া বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের ট্রান্সমিশন লাইন সিস্টেম ভেড়ামারা হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে নেপাল থেকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা যেতে পারে বলে উভয় পক্ষ একমত হয়।

আরও পড়ুন: জাতীয় গ্রিডে বিপর্যয়, ২ কর্মকর্তা বহিষ্কার

উভয় পক্ষ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও বাংলাদেশের মধ্যে একটি ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন স্থাপনের জন্য নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তিতে পৌঁছানোর উদ্যোগ নিতেও সম্মত হয়।

নেপালের জ্বালানি সচিব সুশীল চন্দ্র তিওয়ারি বলেছেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে সিদ্ধান্তের বিষয়ে নেপাল ভারতীয় পক্ষকে জানিয়েছে। নেপাল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় থাকতে দিচ্ছি না

নেপাল ও ভারতের মধ্যে জ্বালানি-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির পরবর্তী বৈঠক চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া নেপাল ও বাংলাদেশের মধ্যে বৈঠকের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) তিন দেশের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে আলোচনার বিষয়ে এনভিভিএন-কে চিঠি দিয়েছে।

এনইএ এর পাওয়ার ট্রেড ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রবাল অধিকারী বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার ইউটিলিটি নেপাল-বাংলাদেশ বিদ্যুৎ বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগস্টের শেষের দিকে এনভিভিএনের কাছে একটি অনুরোধ করেছে। এজন্য ভারতীয় সংস্থাটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সময় টিভির ইউটিউব হ্যাক!

এনভিভিএন হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের জন্য ভারত সরকারের একটি নোডাল সংস্থা। প্রবাল অধিকারী বলেছেন, আমরা ভারতীয় কোম্পানির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি।

নেপাল ও বাংলাদেশ বহরমপুর-ভেড়ামারা আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বিদ্যুৎ বাণিজ্য করার পরিকল্পনা করছে। ভারত ও বাংলাদেশকে সংযুক্তকারী এই ট্রান্সমিশন লাইনটি ২০১৩ সালে উদ্বোধন করা হয় এবং লাইনটিতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিনিময়ের সুবিধা রয়েছে।

মূলত নেপাল ও বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত নেই। তাই দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বাংলাদেশ-ব্রুনেইয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর

নেপালের কর্মকর্তারা বলছেন, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের জন্য ভারতকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি অপরিহার্য। প্রবাল অধিকারী বলেন, এ বিষয়ে এখনও কোনো ত্রিপক্ষীয় বৈঠক হয়নি তবে সাম্প্রতিক বছরগুলোতে নেপাল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই বিষয়টি আলাচিত হয়ে আসছে।

বলা হয়, নেপালের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করা হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশে প্রধানমন্ত্রী ভারতে সফর করেছেন। সে সময় তিনি ইস্যুটি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা