আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আপাতত রাশিয়ার আর কোন বড় হামলার পরিকল্পনা নেই। আর ক্রেমলিনের লক্ষ্য দেশটিকে ধ্বংস করাও নয়। খবর আল-জাজিরার।
আরও পড়ুন: কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত
কাজাখস্তানে সাবেক সোভিয়েত দেশগুলির শীর্ষ সম্মেলন শেষে পুতিন সাংবাদিকদের বলেন, এখন ব্যাপক হামলার প্রয়োজন নেই। অন্যান্য কাজ আছে। পরে এটি পরিষ্কার হবে।
পুতিন আরও বলেন, ইউক্রেন আগ্রাসনের জন্য তার কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক কাজ করছে।
আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার সাথে ন্যাটো সৈন্যদের সরাসরি সংঘর্ষ একটি বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে।
এদিকে রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে দেশটি। শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় নেওয়া হচ্ছে। মস্কো-সমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। এই অঞ্চলটি গণভোটের মাধ্যমে সম্প্রতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ক্রেমলিন।
আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি
রুশ-সমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিও বার্তায় স্থানীয়দের পরামর্শ দেন যে, ‘খেরসন অঞ্চলের সব বাসিন্দা, যদি তারা চান, ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে তাহলে অন্য অঞ্চলে চলে যেতে পারেন। তাদের উচিত হবে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে চলে যাওয়া।
সান নিউজ/এমআর