সান নিউজ ডেস্ক : আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় দোনেগাল কাউন্টির একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। অনুসন্ধান এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় ঝরল ৫ প্রাণ
স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টার দিকে ক্রিসলগ গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রল স্টেশনে এ বিস্ফোরণ হয়। খবর রয়টার্স ও আল-জাজিরার।
পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ জানায়নি।আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রল স্টেশনের ওপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
আরও পড়ুন : ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
নিকটবর্তী উত্তর আয়ারল্যান্ড থেকেও একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইরিশ কোস্ট গার্ড জানিয়েছে, কাছাকাছি থাকা তাদের হেলিকপ্টার জরুরি বিভাগের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করেছে।
সান নিউজ/এসআই