সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানে চীন হামলা চালালে মার্কিন বাহিনী দ্বীপদেশটিকে রক্ষা করবে।
আরও পড়ুন : টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল
তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এ মন্তব্য করলেন তিনি। বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে রোববার তিনি এ মন্তব্য করেন।
তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ই এ বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছে।
তবে তাইওয়ান ইস্যুতে এটিই জো বাইডেনের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য এবং এটি বেইজিংকে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সিবিএস নিউজের প্রকাশিত সাক্ষাৎকার ‘৬০ মিনিটস’-এ বাইডেনের কাছে জানতে চাওয়া হয়- মার্কিন বাহিনী চীনের দাবিকৃত স্বশাসিত দ্বীপটিকে রক্ষা করবে কিনা?
আরও পড়ুন : টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল
বাইডেন উত্তর দেন— ‘হ্যাঁ, যদি বাস্তবে সেখানে (তাইওয়ানে) কোনো হামলা হয়, তা হলে আমরা তাদের রক্ষা করব।’
সাক্ষাৎকারে দেওয়া বাইডেনের স্পষ্ট এমন মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত তাইওয়ান ইস্যুতে তাদের দীর্ঘদিনের নীতি থেকে বেরিয়ে এসেছে বলে মনে হয়েছে।
রয়টার্স বলছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতিতে আটকে আছে এবং তাইওয়ানের ওপর চীনের হামলা হলে ওয়াশিংটন সামরিকভাবে প্রতিক্রিয়া জানাবে কিনা তা স্পষ্ট করেনি।
আরও পড়ুন : আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতির পরিবর্তন হয়নি। মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট আগেও এই কথা বলেছিলেন। এমনকি এই বছরের শুরুর দিকে টোকিও সফরের সময়ও তিনি এমনটি বলেছেন।
সান নিউজ/এনকে