বিশ্বের বিভিন্ন স্থানে আইএস’এর জঙ্গি হামলাগুলো দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল রহমান আল মাউলি আল সালবিকে সংগঠনটির নতুন আমীর নির্বাচিত করা হয়েছে। ইরাকের সংখ্যালঘু ইয়াজিদী সম্প্রদায়কে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখতে অন্যতম শীর্ষ হোতা এই সালবি। এ তথ্য জানিয়েছে বৃটেনের প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর আমীর আবু বকর আল বাগদাদী নিহত হওয়ার পর সংগঠনের নতুন নেতা নির্বাচিত হন আবু ইব্রাহিম আল হাশিমী আল কুরাইশি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টিতে কুরাইশী ছিলেন বাগদাদীর যোগ্য উত্তরসূরী, যাকে মার্কিন বিশেষ বাহিনী গত বছর অক্টোবরে হত্যা করে। এর আগে তাকে বিশ্বের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে মার্কন পররাষ্ট্র দপ্তর তার মাথার মূল্য ঘোষনা করে ৫ মিলিয়ন ইউএস ডলার।
কুরাইশি হত্যার কয়েক ঘন্টার মধ্যে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা হিসেবে নাম ঘোষনা করা হয় আল সালবির। সালবিকেও বাগদাদীর বিকল্প হিসেবে বর্ণনা করেছে গার্ডিয়ান। ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে শরীয়া আইনে ডিগ্রী নেয়া সালবিকে একজন ইসলামী পন্ডিত হিসেবে বর্ণনা করেছে পত্রিকাটি।
উল্লেখ্য, ২০০৪ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হয়ে ইরাকের পশ্চিমাঞ্চলের বুকা ক্যাম্পে বন্দী থাকার সময়ে পরিচয় ঘটে আবু বকর আল বাগদাদীর সঙ্গে।