আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পূর্ব উপকূলে অর্থাৎ উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে শনিবার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন : পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ
শনিবার ( ১৭ সেপ্টেম্বর) মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তাইওয়ানের উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আরও পড়ুন : নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ছিল। ভূপৃষ্ঠ থেকে এর কম্পনের গভীরতা ছিল ৭ দশমিক ৩ কিলোমিটার বলে জানিয়েছে তাইওয়ানের আবহাওয়া দফতর।
সান নিউজ/এইচএন