আন্তর্জাতিক

রানির মতো পোশাক পরায় কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রানির মতো পোশাক পরে বিক্ষোভ করার অভিযোগে এক অধিকারকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভের সময় তিনি গোলাপি রঙের একটি পোশাক পরেছিলেন।

আরও পড়ুন: বিয়ের দিনই গর্ভবতী হতে চাই

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজতন্ত্রের অবমাননা করার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত সোমবার (১২ সেপ্টেম্বর) এই দণ্ড ঘোষণা করেছে। ওই অধিকার কর্মীর নাম জাতুপর্ন ‘নিউ’ সাইউয়েং (২৫)।

আদালতের রায় ঘোষণার আগে মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতুপর্ন বলেছেন, কাউকে বিদ্রুপ করার কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি সেদিন থাই ঐতিহ্যের আদলে নিজের জন্য একটি পোশাক পরেছিলাম।

আরও পড়ুন: মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে

প্রতিবেদনে আরও বলা হয়, থাইল্যান্ডের রাজপরিবারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে গত বছর দেশটির সাবেক এক সরকারি কর্মীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজতন্ত্র অবমাননার এসব ঘটনায় কোনও মন্তব্য করেনি থাই রাজপরিবার।

২০২০ সালের নভেম্বর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২১০ জনে প্রতিবাদকারীর বিরুদ্ধে রাজতন্ত্র অবমাননার অভিযোগ আনা হয়েছে। কিন্তু তার আগের তিন বছরে দেশটিতে কঠোর রাজতন্ত্র অবমাননার আইনটি কার্যকরই ছিল না।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি বন্ধ হবে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে. রাজা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সমালোচনা নিষিদ্ধে কঠোর আইন রয়েছে থাইল্যান্ডে। ২০১৯ সালে রাজা মহা ভাজিরালংকর্ন থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তারপর থেকে প্রতাপশালী থাই রাজতন্ত্র সংস্কারের দাবিতে আন্দোলনরত লোকজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যাপক কঠোর দমন-পীড়ন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

থাইল্যান্ডের রানি সুথিদাকে প্রায়ই সরকারি অনুষ্ঠানে সিল্কের পোশাক পরতে দেখা যায়। বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে থাই রাজপরিবারের সদস্যদের মাথার ওপর ছাতাও ধরে থাকেন একজন। ওই বছর রাজা ভাজিরালংকর্নের কন্যারা একটি ফ্যাশন শো আয়োজন করেছিলেন। সেই ফ্যাশন শো’র সময়ে আন্দোলনকারীরা ব্যাংককে রাজতন্ত্র এবং সামরিক সরকারের ওপর রাজপরিবারের প্রভাবের সমালোচনা করে ফ্যাশন শো আয়োজন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা