ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে এ দুই দেশ। সম্প্রতি লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।
ইতিমধ্যে সেখানে মিরেজ ২০০০, সুখোই ৩০ , মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছে ভারত। অ্যাডভান্স ও ফরোরার্ড বেস থেকে ওসব বিমান রাত দিন টহল দিতে শুরু করেছে। এখন মোতায়েন করতে যাচ্ছে রাফাল জেট।
এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে এ সপ্তাহেই আলোচনায় বসছেন ভারতের বিমান বাহিনীর কমান্ডাররা।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চলতি মাসের শেষদিকেই ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।
আগামী ২২ জুলাই থেকে ২ দিন চলবে কমান্ডারদের ওই বৈঠক। সূত্রের খবর, বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়ার নেতৃত্বে ওই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে লাদাখের বর্তমান পরিস্থিতি। পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে যেসব সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে।