আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্যার্তদের জন্য রোববার ত্রাণবোঝাই দুটি বিমান পাঠিয়েছে তুরস্ক।
আরও পড়ুন: বিশ্ব জুড়ে ৬০ কোটির বেশি আক্রান্ত
তুরস্কের এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, তাবু, জরুরি ওষুধ ও শুকনো খাবার। খবর আনাদোলুর।
জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ত্রাণসামগ্রী পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী খুররম দস্তগীরকে বুঝিয়ে দিয়েছেন করাচিতে নিযুক্ত তুর্কি কনস্যুল জেনারেল সেমাল সানগু।
আরও পড়ুন: ট্রাকচাপায় এএসআই নিহত
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের জনগণের জন্য শুভেচ্ছা হিসেবে এসব ত্রাণ পাঠানো হয়েছে বলে তুর্কি কূটনীতিক জানান।
তুরস্কের রেড ক্রিসেন্ট এরই মধ্যে ভয়াবহ বন্যাকবলিত বেলুচিস্তানে উদ্ধার কাজ শুরু করেছে।
এদিকে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন করেছে দেশটি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৃথক হামলায় নিহত ৭
এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। এবার পাশে দাঁড়াল তুরস্কও।
তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, পাকিস্তানের আরও আন্তর্জাতিক সহযোগিতা দরকার।
পাকিস্তান অর্থনৈতিক সমস্যা যখন কাটিয়ে উঠছিল তখনই বন্যার আঘাত এসেছে। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ এখন বন্যাকবলিতের সহযোগিতায় ব্যয় করা হচ্ছে।
সান নিউজ/এমআর