ইন্টারন্যাশনাল ডেস্ক:
উত্তর কোরিয়ার অন্তত ১ কোটি মানুষ খাবার সংকটে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত মানবিক সহায়তার ব্যাপারে বক্তব্য তুলে ধরতে গিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) এ ধরনের সতর্কবার্তা দিয়েছে।
গত বছরের নভেম্বর থেকে শুরু করে এ বছরের অক্টোবরের মধ্যে অন্তত ৩৭৪ হাজার টন খাবার কম আমদানি হচ্ছে উত্তর কোরিয়ায়। এদিকে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে আমদানি থমকে যায় উত্তর কোরিয়ার।
সেই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য অবশ্য এরই মধ্যে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে কিম জং উনের সরকার। নতুনভাবে সারকারখানাও চালু করা হয়েছে।
বিশ্ব খাদ্য সংস্থা মনে করছে উত্তর কোরিয়ার অন্তত ছয় লাখ ৭৬ হাজার মানুষ এ বছর মানবিক সাহায্য না পেলে বেকায়দায় পড়বে। তাদের সহায়তার জন্য প্রয়োজন ১৩ মিলিয়ন ডলার।
সান নিউজ/ আরএইচ