আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মিরে সড়ক দুর্ঘটানয় পাকিস্তানের ৯ সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ সেনা।
আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) গভীর রাতে আজাদ কাশ্মিরের বাগ জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাগ জেলার সুজাবাদে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
আইএসপিআর আরও জানায়, আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।
আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন ইমরান খান!
এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।
সান নিউজ/এমআর