ইন্টারন্যাশনাল ডেস্ক:
তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভানে একটি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
বিমানটি আর্তোস পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু সাংবাদিকদের বলেন, আমাদের টিম জানিয়েছে, আমরা সাতজন বীরকে হারিয়েছি, তাদের মধ্যে দুই জন পাইলট।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে।
সোইলু জানান, সোমবার থেকে ভান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি।
তিনি আরো জানান, রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা।
এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সান নিউজ/সালি