আন্তর্জাতিক ডেস্ক:
জোট সরকারের বড় দল অনাস্থা ভোট গ্রহণে জন্য চাপ দেওয়ায় তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ পদত্যাগ করেছেন।
বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপতি কাইস সাইয়েদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রয়টার্স জানায়, জোট সরকারের সবচেয়ে বড় দল সরকারের প্রতি অনাস্থা ভোট গ্রহণে চাপ দেওয়া শুরু করলে তিনি এই পদত্যাগপত্র দেন।
এখন সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার সরকার গঠনে দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।
সান নিউজ/সালি