সান নিউজ ডেস্ক : মাঙ্কিপক্স আগেই থাবা বসিয়েছিলো ভারতে। এবার ভারতের কেরালা রাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এটি, আর আফ্রিকার বাইরে বিশ্বে চতুর্থ মৃত্যু।
আরও পড়ুন : শোকের মাস শুরু
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, রবিবার (৩১ জুলাই) প্রাণ হারান ওই যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার।
জানা গেছে, ২২ বছর বয়সী ওই যুবক ত্রিশুরের পুন্নিয়ুরের বাসিন্দা। আরব আমিরাত থেকে ফিরে আসার কয়েকদিনের মাথায় শনিবার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা আলাপুঝার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির কেরালা ইউনিটে পাঠিয়েছে
আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তার পরিবার। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।
ভারতে প্রথম কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরালার।
সান নিউজ/এমআর