আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে দুই দফা রকেট হামলা হলো।
আরও পড়ুন: বন্দুক হামলায় নিহত ৩
তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা, সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে।
এর আগে ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো।
আরও পড়ুন: পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন
সারাইয়া আউলিয়া আদ-দাম নামের সংগঠনটি বলেছে, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভিতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২০ জুলাই কুর্দিস্তানে তুরস্কের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। এ হামলার জেরে তুর্কি ঘাঁটিতে একের পর এক রকেট হামলার ঘটনা ঘটছে।
সান নিউজ/কেএমএল