সান নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন তিনি।
আরও পড়ুন: ঋণখেলাপি হয়ে গেল রাশিয়া
রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ‘রসিয়া-১’- এর ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন বিষয়টি জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পাভেল জারুবিন জানান, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমারি রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। এরপর তিনি তুর্কমেনিস্তান সফর করবেন। তুর্কেমেনিস্তান সফরকালে পুতিন রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন। সেখানে থাকবেন আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারাও উপস্থিত থাকবেন।
এশিয়া সফর শেষে মস্কোতে ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ইউক্রেনে হামলার আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফরে করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিনপিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর তিনি দেশে ফিরেই সেনাবাহিনীকে ইউক্রেন হামলার নির্দেশ দেন।
আরও পড়ুন: দেশে ফিরলেন রওশন এরশাদ
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।
সান নিউজ/এনকে