আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ‘অবিলম্বে’ ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতারা। তারা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের জন্য ইউক্রেনের প্রস্তাবকে সমর্থনও করেছেন।
আরও পড়ুন: হাদিসুরের পরিবার পেলো ৫ লাখ ডলার
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুন) ইউক্রেনের রাজধানী কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় পরিবারের অন্তর্গত।’তবে, জার্মান চ্যান্সেলর জানান, ইউক্রেনকে এখনও সম্পূর্ণরূপে যোগদানের মানদণ্ড পূরণ করতে হবে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জোর দিয়ে বলেছেন, ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে জয় না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে।
আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
এর আগে এলিসি প্রাসাদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস কিয়েভ সফরে গেছেন। পরে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণার এক দিন পর তারা এ সফর করলেন।
সান নিউজ/কেএমএল