ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানে তালেবান পৃথক বোমা হামলার ঘটনা অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বুধবার (০৮ জুলাই) আফগানিস্তানের গাজনি প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ আফগান পুলিশের মৃত্যু হয়। আহত হয়েছে আর ২০ জন।
এদিকে, তালেবানদের দাবি, মাটিতে পেতে রাখা বোমা হামলায় আফগানের আরও ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার। কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে।
সান নিউজ/ আরএইচ