আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক
শুক্রবার (১০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, উপদূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে পথচারী এক নারী নিহত হয়। এরপর নিজের সার্ভিস গান দিয়ে নিজেই আত্মঘাতী হয় ওই পুলিশ সদস্য। এতে আরও অনেকেই গুলিবিদ্ধ হয়েছে।
নিরাপত্তায় ঘেরা এলাকায় কী করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ক্ষোভ জানিয়েছে উপ-দূতাবাস।
আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা
স্থানীয়দের দাবি, ঘটনার সময় এক বাইক চালক গুলিবিদ্ধ হয়। তাছাড়া সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। প্রায় ১২ থেকে ১৫ রাউণ্ড গুলি চালানো হয়।
তবে এখনো কারণ জানতে পারেনি কলকাতা পুলিশ।
সান নিউজ/এফএ