বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক প্রকাশিত ৩ জুন ২০২২ ১৪:৩০
সর্বশেষ আপডেট ৩ জুন ২০২২ ১৪:৩১

দয়া করে অস্ত্র আইন কড়া করুন

সান নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অবিলম্বে অস্ত্র আইন বদল করা দরকার। তিনি কাতর আবেদন জানিয়ে বলেছেন, আর কতদিন আমরা এইভাবে নরহত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কড়া করুন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্কুলে, মেডিক্যাল সেন্টারে, শপিং মলে বন্দুকধারীদের হামলায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। এর জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনকেই দুষছেন দেশের একটা বড় অংশ।

যুক্তরাষ্ট্রে আইন করার অধিকারী হলো সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেট। বাইডেন তাদের কাছেই আবেদন জানিয়ে বলেছেন, 'এখন অন্তত কিছু করি।'

তার প্রস্তাব, বন্দুক রাখার বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হোক। অ্যাসল্ট রাইফেল ও হাই ক্যাপাসিটি ম্যাগাজিন রাখা বন্ধ হোক, আর বন্দুক হাতে দেয়ার আগে খতিয়ে দেখা হোক, ক্রেতার মানসিক স্থিতি আছে কি না।

মানসিক সমস্যা হলে নিরাপত্তা বাহিনী যাতে বন্দুক নিয়ে নিতে পারে সে ব্যবস্থা করা হোক। বাইডেনের দাবি, এই নিয়মগুলি থাকলে সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা ঘটতো না।

বাইডেন বলেছেন, অস্ত্র আইন থেকে প্রোটেকশন অফ ল-ফুল কমার্সের ধারা বাদ দেয়া হোক। এই ধারা আছে বলে, নির্মাতাদের ধরা যায় না। তাদের অস্ত্র নিয়ে অপরাধ করলেও কিছু করা যায় না।

বাইডেন গত দশকের বিভিন্ন স্কুলে বন্দুকধারীদের হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এতদিন এই নিয়ে কিছুই করা হয়নি। কিন্তু এবার করতে হবে। গত দুই দশকে পুলিশ বা সেনার থেকে বেশি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে। দয়া করে এই বিষয়টি নিয়ে ভাবুন।

রিপাবলিকানরা বিরোধী

রিপাবলিকানরা অতীতেও অস্ত্র আইনকে কড়া করার বিরোধিতা করেছে, এখনো করছে। ডেমোক্র্যাটরা বন্দুক কেনার বয়সসীমা বাড়াতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিল আনছে। তাতে রিপাবলিকানরা আপত্তি জানিয়েছে।

সেনেটে যা অবস্থা, তাতে বাইডেনের ডেমোক্র্যাটদের বিল পাস করাতে গেলে রিপাবলিকানদের সাহায্য লাগবে। কারণ, বিল পাস করাতে গেলে একশ জনের মধ্যে ৬০ জনের সমর্থন দরকার। ফলে রিপাবলিকান সদস্যদের একাংশের সমর্থন না পেলে সেনেটে বিল পাস হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা