আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের পূর্বাঞ্চলে চলমান রুশ সামরিক আগ্রাসনে ইউক্রেন প্রতিদিন একশত সামরিক সদস্য হারাচ্ছে বলে জানিয়েছেন যুদ্ধে বিপর্যস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আরও পড়ুন : কমছে ভোজ্য তালের দাম
বুধবার ( ১ জুন ) মার্কিন নিউজগ্রুপ ‘নিউজম্যাক্সকে’ প্রেসিডেন্ট জেলেনস্কি এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন।
দোভাষীর মাধ্যমে নিউজম্যাক্সকে ৪৪ বছর বয়স্ক জেলেনস্কি বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রতিদিন ৬০ থেকে ১০০ জন সৈন্য হারাচ্ছি। প্রায় ৫০০ জন আহত হচ্ছে।’
আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আবেদন খারিজ
পূর্বের লুহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় রাশিয়ান শক্তিশালী বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যাপক গোলা বর্ষণ এবং বিমান হামলার পাশাপাশি দীর্ঘ অবেরোধের পর রাশিয়ান বাহিনী সেভেরোডোনেটস্ক শহরের নিয়ন্ত্রণের কাছাকাছি রয়েছে।
আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার
জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলে আমরা আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রেখেছি। যুদ্ধক্ষেত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে রাশিয়ানরাও সেখানে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রসঙ্গত, অনুমিত হিসাবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়ানরা এ পর্যন্ত ৩০ হাজারের বেশি সৈন্য হারিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার।
সান নিউজ/এইচএন