আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৩০ জণের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় রেসিফ শহরেই ২৮ জন মারা গেছেন।
রোববার (২৯ মে) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হয়। বন্যায় অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে গেছে। রাজ্যের ৭৬৫ জন মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়।
রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব জানান, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।
আরও পড়ুন: তিন বোনের সঙ্গে তিন ভাইয়ের বিয়ের পর আত্মহত্যা
এদিকে ভারি বৃষ্টির কারণে আলাগোআসে রাজ্য সরকার ৩৩ পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
সূত্র: আল-জাজিরা
সাননিউজ/এমএসএ