আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরকে সমর্থন করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘তার ওই সফর ছিল তার পররাষ্ট্রনীতির অংশ’।
আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা
মার্কিন সরকারকে বারবার দায়ী করবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার পদচ্যুতির জন্য। ইমরান বলছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় তিনি রাশিয়া সফর করায় এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করায় যুক্তরাষ্ট্র অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে’।
বৃহস্পতিবার ( ১৯ মে ) নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফর নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে জিও নিউজ, ডন ও নিউজ ইন্টারন্যাশনাল।
বিলাওয়াল ভুট্টো বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরের ব্যাপারে আমি তাকে পুরোপুরি সমর্থন করব। পাকিস্তানি প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ওই সফর করেছিলেন।'
আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিলাওয়াল বলেন, কেউ তখন জানত না যে রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত হতে যাচ্ছে।
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, নির্দোষ একটি কাজের জন্য পাকিস্তানকে শাস্তি দেয়া খুবই অন্যায়। অবশ্যই পাকিস্তান সুস্পষ্টভাবে জানিয়েছে যে সে শক্তি ব্যবহার না করার জাতিসঙ্ঘ নীতিকে সমর্থন করে।'
আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
বিলাওয়াল আরো বলেন, 'আমরা কোনোভাবেই এই প্রেক্ষাপটে কোনো আগ্রাসীর পক্ষ অবলম্বন করি না।' তিনি বলেন, পাকিস্তানের নিজের সমস্যা রয়েছে, সে নিজে আফগানিস্তানে এক দশকের সঙ্ঘাত দেখেছে।
সান নিউজ/এইচএন