ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৬ জন। এসময় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৮ জন।
এখন পর্যন্ত মোট মারা গেছে ১৮৫৮ জন। আজকের সুস্থ হয়েছেন ২৬৪২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৪৩২৫৬ জন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত কয়েকদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের নিচে থাকলেও গতকাল থেকে আবার আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল। দেশটি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬০৮১৫ জন। এর মধ্যে আশঙ্কাজনক রয়েছেন ২২৯৫ জন।
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রিয়াদ ৩৬০ জন, দাম্মাম ৩১৫ জন, হুফোপ ২১৭ জন, কাতিপ ২১৪ জন, মক্কা মুকাররমা ২১২ জন, তায়েফে ২০৪ জন, খামিস মুশাইত ২০১ জন, আল মুবারাজ ১৭৫ জন, জেদ্দা ১৬৯ জন, আল খোবার ১৫১ জন, মদিনা মুনাওয়ারা ১৪২ জন, জাহারান ১৪০ জন, আবহা ১২৫ জন, আল খারিজ ১০৭ জন।
এছাড়া আরও বেশ কিছু অঞ্চলে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৯১ হাজার ৪০৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রাণ গেছে ৫ লাখ ২৫ হাজারের মতো। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ লাখের ও বেশি মানুষ।
সান নিউজ/ আরএইচ