আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে বইছে দাবদাহ। রোববার ওই অঞ্চলে ৪৯ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। খবর- এনডিটিভি।
এদিন উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের আবহাওয়া কেন্দ্রে যথাক্রমে ৪৯ দশমিক দুই ও ৪৯ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দা জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। যেটা ওই রাজ্যের সর্বোচ্চ।
ভারতের আবহাওয়া অধিফতরের তথ্য অনুসারে, চলতি মাসে বান্দায় এটি রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা।
আরও পড়ুন: সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ
অপরদিকে দেশটির উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ বইছে।
সাননিউজ/এমএসএ