আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে জি-৭ ভুক্ত দেশের নেতারা। রাশিয়া অর্থনৈতিক কার্যক্রমকে সংকটে ফেলতে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে অঙ্গীকার করেছেন এই নেতারা। খবর- আল-জাজিরা।
যে সব ধনীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
জি-৭ এর এক যৌথ বিবৃতিতে বলা হয়, সঠিক সময়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠিন করা হবে।
আরও পড়ুন: হাসপাতালে সৌদি বাদশাহ
বিবৃতিতে বলা হয়, যারা রাশিয়ার সাধারণ জনগণের সম্পদ নষ্ট করবে এবং পুতিনকে আর্থিকভাবে সহায়তা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ চলমান থাকবে।
সাননিউজ/এমএসএ