ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্টের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ২৪ আগস্ট দেয়া হবে। শুক্রবার (৩ জুলাই) নিউজিল্যান্ডের আদালতের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে অবস্থিত ‘আল নূর’ এবং ‘লিন্ডউড’ মসজিদে জুমার নামাজ চলার সময় হামলা চালান উগ্রপন্থী ট্যারান্ট। ওই হামলায় ৫১ জন নিহত এবং ৪৯ জন আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করে ভিডিও শেয়ারও করেন তিনি।
বর্বরোচিত এ হামলায় হতবাক হয়ে যায় গোটা বিশ্ববাসী। হামলাকারীর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। শুরু থেকেই এ ঘটনায় নিজের দোষ অস্বীকার করে আসছিলেন তিনি। কিন্তু এবার সব অভিযোগেই তিনি নিজের দোষ স্বীকার করেছেন।
রায়ের বিষয়ে বিচারপতি ক্যামেরুন ম্যান্ডার বলেন, তিন দিন ধরে শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে এটির জন্য যতটা প্রয়োজন ততো সময় দেয়া হবে।
সান নিউজ/ বি.এম.