আন্তর্জাতিক ডেস্ক : বাংলার কিছু টেলিভিশন নিউজ চ্যানেল সমান্তরালভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছে। খুন হলো কি না হলো, ধর্ষণ আদৌ হলো কি-না তা না বিচার করেই এসব নিয়ে হইচই করছে। এটা বন্ধ করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোর প্রতি এই আবেদন করেছেন।
আরও পড়ুন : ভারতের সাথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
তিনি বলেছেন, খুন হলে কি কারণে তা হলো, কেন হলো তা বিচার না করেই একতরফা দোষারোপের পালা চলছে। আর যে কোনও ঘটনাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
ধর্ষণ না হলেও সেটাকে ধর্ষণ বলে দেখিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনকে তো একটু সময় দিতে হবে তদন্ত করার। বেলা ১০ টায় ঘটনা ঘটলে তো বেলা ৪ টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রাথমিক তদন্ত রিপোর্টের জন্য।
আরও পড়ুন : তেঁতুলতলা মাঠে থানা হবে না
মমতা বন্দোপাধ্যায় বলেন, নিউজ চ্যানেল খুললেই শুধু নেগেটিভিটি, পজিটিভ কিছু নেই। এটা চলতে পারে না।
পশ্চিমবঙ্গে বিজ্ঞাপন রাজ্যে তৃণমূল সব মেনে নেয় বলে যা খুশি দেখানোর স্বাধীনতা মেলে না। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন টানা তিন বারের নির্বাচিত এই মুখ্যমন্ত্রী।
সান নিউজ/এইচএন