আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কার মধ্যেই পাম তেল রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে
দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বাসা-বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম তেল রফতানি নিষিদ্ধের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে পাম তেল ব্যবহৃত হয় বলে জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। এই তেলটিকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল হিসেবে বিবেচনা করা হয়।
সান নিউজ/এইচএন