ইন্টারন্যাশনাল ডেস্ক:
নিউজিল্যান্ডে লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।
বৃহস্পতিবার (০২ জুলাই) তার পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জোসিন্ডা আর্ডেন।
সাফল্যের সঙ্গে করোনাভাইরাসকে মোকাবেলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউ জিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।
এদিকে লকডাউনের নিয়ম ভঙ্গ করে পরিবারকে নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রী। এ নিয়ে সমালোচনা শুরু হয়। দেশের সরকারের ভাবমূর্তির ওপর বিষয়টি নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ পত্র জমা দেন।
সান নিউজ/ আরএইচ