আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ বলেছেন, ক্ষমতা ধরে রাখতে ইমরান খান বিপজ্জনক খেলা খেলেছেন। ইমরান খানকে ‘তার প্রতিটি মিথ্যা’ এবং ‘শুধু ক্ষমতার স্বার্থে (দেশের) জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার নিন্দনীয় প্রচেষ্টার জন্য জবাবদিহি করা উচিত।
আরও পড়ুন: নাটকে ফিরলেন শখ
শুক্রবার (১৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনএক প্রতিবেদনে বলা হয়, মরিয়ন নওয়াজ তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া টুইটে দাবি করেন, আজ আপনার (ইমরান) মিথ্যা ফাঁস হয়েছে। আপনি (ইমরান) ক্ষমতা আঁকড়ে ধরার জন্য একটি বিপজ্জনক খেলা খেলেছেন। ষড়যন্ত্র তত্ত্বের জন্য এনএসসির মতো গুরুত্বপূর্ণ ফোরাম ব্যবহার করা হয়েছিল।
ইমরান খানের প্রতি তিনি আরও বলেন, সাহস দেখিয়ে এর মুখোমুখি হোন। প্রতিবারের মতো পালিয়ে যাবেন না। কারণ এবার জাতি আপনাকে পালাতে দেবে না।
আরও পড়ুন: মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল
অন্যদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পেশওয়ারের তার দলের কর্মী সমথর্কদের সেই জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর।
সান নিউজ/এমকেএইচ