আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে শতাধিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো।
এমন অবস্থায় নিরাপত্তা সহায়তায় ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকছে- লেজার-নির্দেশিত রকেট সিস্টেম, অত্যাধুনিক ড্রোন, হামভি গাড়ি, রাতে দেখার চশমা, মেশিন গান ও চিকিৎসা সামগ্রী।
এদিকে রুশ হামলা শুরুর পর এ পর্যন্ত কিয়েভকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহেও ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ৩০০ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৯
তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর হবে। এতে ভারী অস্ত্র ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি। যুক্তরাষ্ট্র ও মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।
সূত্র: আল জাজিরা
সাননিউজ/এমএসএ