নিজস্ব প্রতিবেদক:
ওষুধ কারখানায় গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে দুই কর্মীর প্রাণ হারিয়েছেন। এতে আসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কারখানায় আরও চার শ্রমিককে। ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার (৩০ জুন) ভোর রাতে রাজ্যের বিশাখাপত্তন শহরের সাইমোর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড নামের ওষুধ কারখানা থেকে বেনজিমিডাজোল গ্যাস লিক করতে শুরু করে। এতে কারাখানার দুই কর্মী মারা গেছেন এবং অসুস্থ হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বিশাখাপত্তনের পুলিশ জানাচ্ছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। যে দুইজন মারা গেছেন, তারা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়ায়নি।
প্রসঙ্গত, গত ৭ মে বিশাখাপত্তনমের কোরিয়ান সংস্থা এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড-এর কারখানায় বিষাক্ত পলিস্টাইরিন গ্যাস লিক করে ১২ জন মারা গিয়েছিন। এ ঘটনায় অসুস্থ হয়েছিল আরও প্রায় শতাধিক মানুষ। সূত্র: হিন্দুস্তান টাইমস
সান নিউজ/ আরএইচ