আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সামরিক বাহিনী শুধু ইউক্রেনের মারিউপোল বন্দরই নয়, একই সঙ্গে কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতেও আক্রমণ করবে।
আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
সোমবার (১১ এপ্রিল) ভোরে এ কথা জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের শক্তিশালী প্রধান রমজান কাদিরভ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন রমজান কাদিরভ। সেখানে তিনি বলেন, তারা (রুশ বাহিনী) আরও আক্রমণাত্মক হবে ... কেবল মারিউপোল নয়, অন্যান্য জায়গা, শহর এবং গ্রামেও। লুহানস্ক এবং ডোনেটস্ক, আমরা প্রথমে সম্পূর্ণরূপে মুক্ত করবো। তারপর কিয়েভ এবং অন্য সব শহরও দখলে নিয়ে নেবো।
আরও পড়ুন : তিন ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
রমজান কাদিরভ নিজেকে প্রায়ই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মুখসারীর সৈনিক হিসেবে বর্ণনা করেন ।
চেচনিয়া প্রজাতন্ত্রের এই নেতা বলেন, কিয়েভ দখল নেওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই পদক্ষেপ থেকে এক কদমও পেছনে ফেরা হবে না।
আরও পড়ুন : অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল
প্রসঙ্গত, কাদিরভকে বার বার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। তবে তিনি তা অস্বীকার করে আসছেন।
সান নিউজ/এইচএন