আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করায় দেশটির বিরোধীদলীয় নেতাদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সুযোগ পেয়ে এক হাত নিলেন পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
আরও পড়ুন : ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ
মরিয়ম বলেন, ভারতের প্রতি যখন এত ভালোবাসা তাহলে ইমরান খান সেখানে চলে যাচ্ছেন না কেন?
এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ার পর শুক্রবার ( ৮ এপ্রিল ) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। এ সময় ফের ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন তিনি।
পাক প্রধানমন্ত্রী বলেন, অন্য রাজনীতিকদের চেয়ে ভারত সম্পর্কে ভালো জানেন তিনি। দেশটির আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) মতাদর্শ এবং কাশ্মীরে যাকিছু ঘটছে, এজন্য দেশটির সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক নেই বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা
ভারতের ‘স্বাধীন’পররাষ্ট্রনীতির প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশটির পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্য বলার মতো সাহস কোনো পরাশক্তির নেই।
তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল কিনবে বলে ঘোষণা দিয়েছে। এ পদক্ষেপ তাদের জনগণের জন্য তুলনামূলক ভালো বলেই এটা করছে তারা।
আরও পড়ুন : একদিনে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার
প্রসঙ্গত, ২০১৩ সালে পাকিস্তানের ১০ম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন জেতে। আর ২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানের ১১ তম জাতীয় পরিষদ নির্বাচনে তার দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়। তিনি ২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সান নিউজ/এইচএন